আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: জানালেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস, যেখানে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের সময়সূচি, অবৈধ অভিবাসন রোধ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌ-খাতের সহযোগিতা এবং বাণিজ্য