সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৫ জুন দেশটিতে পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে এবং ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে।