কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। গত রবিবার বিকেলে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। নিষেধাজ্ঞায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এছাড়া ওই রাতে জব্দকৃত মাছ এতিমখানা ও দূস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, আন্ধারমানিক নদীর মোহনায় মাছ শিকারকালে তাদেরকে আটক করা হয়। এছাড়া ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ ৫ টি ট্রলার আটক করা হয়। পরবর্তীতে তাদের ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া ট্রলারগুলো জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :