কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। জাপান সরকারের আর্থিক সহায়তায় সমুদ্র উপক‚লীয় পটুয়াখালীর কলাপাড়ায় অত্যাধুনিক দুইটি সাইক্লোন শেল্টার নির্মাণ ও চারটি সাইক্লোন শেল্টার আধুনিকায়ন করা হয়েছে। এরফলে এবার দূর্যোগ হলে অন্তত ১০ হাজার মানুষ নিরাপদে জীবন ও সম্পদ রক্ষা পাবে। ‘গুড নেইবারস’ বাংলাদেশ দূর্যোগের ঝুঁকি হ্রাসে এ প্রকল্প বাস্তবায়ন করে।
প্রকল্পের সমাপনী উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন গমেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি ইউশিমোরা, সিপিপি'র সহকারী পরিচালক আছাদ উজ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। কলাপাড়ায় ডিআরআর প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্পের কো -অর্ডিনেটর দীপক কুমার দাশ প্রমুখ।
গুডনেইবারস ২০২২ সালের নভেম্বর মাসে সমুদ্র উপক‚লীয় কলাপাড়ায় কাজ শুরুর পর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনসাতলী ও কোমরপুর গ্রামে দু’টি মাল্টিপারপাস সাইক্লোন সেল্টার ও ক্যাটেল শেল্টার নির্মাণ করে। এছাড়া হাজীপুর, সদরপুর, মোয়াজ্জেমপুর ও নজিরপুর গ্রামের চারটি সাইক্লোন শেল্টার আধুনিকায়ন করা হয়। এ শেল্টারে নারী পুরুষ আলাদা থাকার ব্যবস্থাসহ, আলোর ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও পশুদের আলাদা শেড নির্মাণ করা হয়েছে।
কর্মশালায় বক্তারা বলেন, যে গ্রামে সাইক্লোন শেল্টার না থাকায় প্রাকৃতিক দূর্যোগে একাধিক প্রানহানী হয়েছে, এবার দূর্যোগের মৌসুমে এলাকাবাসী নিরাপদ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবে। পাশাপাশি কলাপাড়ায় আরও সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি করেন।
আপনার মতামত লিখুন :