রাজনগরে ভূমি মেলা-২০২৫ইং এর সমাপনী:

শ্রেষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা  বিজয় কান্তি শীল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫, ০৯:৪৩ রাত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমোশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি প্রশাসন, রাজনগর কর্তৃক আয়োজিত ভূমি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ২৭ মে সোমবার রাজনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান, অনলাইনে নাগরিক নিবন্ধন, ভূমি উন্নয়ন কর আদায়, সার্টিফিকেট মামলা নিষ্পত্তি, ভিপি লিজ মানি আদায় ও নবায়ন, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং গণশুনানীর আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকারী রাজনগর আইডিয়াল হাই স্কুলের ছাত্রী লতিফা চৌধুরী তানিয়া, দ্বিতীয় স্থান অধিকারী ঐ একই স্কুলের ছাত্র আব্দুল হামিদ মাহি এবং তৃতীয় স্থান অধিকারী ঐ একই স্কুলের শিক্ষার্থী মাছুম তালুকদারকে উপহার ও সনদপত্র প্রদান করা হয়।

২০২৪-২০২৫ অর্থবছরে চারটি ইউনিয়ন ভূমি অফিসের অধীনে সর্বোচ্চ ভুমি উন্নয়ন কর দাতা হিসাবে মাহতাব উদ্দিন আহমেদ, সাং-বড়গাঁও, মোহাম্মদ দেলওয়ার জাহান, সাং-উজিরপুর, তজমুল আলী, সাং-নিজগাঁও এবং অনুপম ভট্টাচার্য্য, সাং-বালি সহস্র-কে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ভূমি ব্যবস্থাপনায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজনগর উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে বিজয় কান্তি শীল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভার.)-রাজনগর সদর, শ্রেষ্ঠ সহকারী হিসেবে রাজিব নুনিয়া, সার্টিফিকেট সহকারী, উপজেলা ভূমি অফিস, রাজনগর এবং শ্রেষ্ট অফিস সহায়ক হিসেবে মোঃ সামছুল ইসলাম, অফিস সহায়ক, ইউনিয়ন ভূমি অফিস-ইন্দেম্বরকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন- ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি), রাজনগর, মৌলভীবাজার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আফরোজা হাবিব শাপলা, উপজেলা নির্বাহী অফিসার, রাজনগর। সভায় জনপ্রতিনিধিগণ, সেবা গ্রহিতা, সাংবাদিকবৃন্দ ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Link copied!