সমান সুযোগে পিছিয়ে থাকবে না পার্বত্যাঞ্চলের নারীরাও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৫, ১০:১৪ দুপুর

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সেজন্য সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সোমবার রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউসে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. ওমর ফারুক, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা, নারী নেত্রী নিরূপা দেওয়ানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেজন্য পার্বত্য অঞ্চলের সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউসে পৌঁছালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান।

Link copied!