কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালী কলাপাড়ায় একশ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেন মাঠে উন্মুক্তভাবে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. রবিউল ইসলাম। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তার অংশ হিসাবে পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেন ১০০ শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আর এসব শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরাও খুশি ।
অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তাফিজুর রহমান সুজন বলেন, তার বিদ্যালয়ের ১০০ জন শিশু শিক্ষার্থী শিক্ষা উপকরণ পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে ওই শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন।
আপনার মতামত লিখুন :