নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা
ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার (১৬ মে) বিকেলে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে একটি গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা, অপরটি আশিকুর রহমানের হেডে।
প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে শক্ত অবস্থানে থেকে খেলতে চায়। নেপাল একাধিকবার আক্রমণে গেলেও বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন শুরুর দিকে বেশ কয়েকটি সেভ করে দলকে ম্যাচে রাখেন। ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নেপাল, কিন্তু ব্যর্থ হয়। এরপর ২২ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে নাজমুল হুদার বাড়ানো বল ধরে রিফাত কাজী গোলের মুখে দাঁড়িয়ে