ড. ইউনূস জনপ্রিয়তা যাচাইয়ের নাটক মঞ্চস্থ করছেন: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৫, ১০:৩৯ রাত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডকে “সস্তা জনপ্রিয়তা যাচাইয়ের নাটক” বলে মন্তব্য করেছেন। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন।

রুমিন বলেন, ড. ইউনূস সরাসরি পদত্যাগ না করলেও তার ঘনিষ্ঠ দল এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মাধ্যমে সেই বার্তাটি ছড়িয়ে দিয়েছেন। “প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপির প্রধান নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান—ড. ইউনূস সরে দাঁড়ানোর কথা ভাবছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে,” বলেন রুমিন।

তিনি অভিযোগ করেন, বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, জামায়াতও একই পরিণতি বরণ করেছে। অথচ এনসিপির নেতারা একাধিকবার সরাসরি বৈঠকে বসেছেন। “নাহিদ ইসলাম ছাড়াও মাহফুজ, আসিফ এবং হাসনাত আবদুল্লাহ—তারাও বৈঠকে ছিলেন। এটা বোঝায়, কারা আজ প্রভাবের কেন্দ্রে আছে,” যোগ করেন তিনি।

রুমিন আরও বলেন, “ড. ইউনূস হয়তো বুঝতে পারছেন, পরিস্থিতি তার অনুকূলে নেই। তিনি এমনভাবে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন যেন সবাই তাকে অনুরোধ করে ফেরাতে আসে। এটা একধরনের রাজনৈতিক নাটক, যার মাধ্যমে তিনি নিজেকে অপ্রতিরোধ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন।”

সেনাবাহিনী প্রসঙ্গে রুমিন বলেন, “এই সরকারের সময় সেনাবাহিনীর ভাবমূর্তিকে যেভাবে আঘাত করা হয়েছে, তা অভাবনীয়। এমনকি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিছু তরুণ সেনাপ্রধান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছে। অথচ সেনাপ্রধান অত্যন্ত ধৈর্য ধরেছেন। অন্য কেউ হলে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারত।”

সবশেষে তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে ‘চেয়ার ছাড়ার নাটক’ আর শুক্রবার বায়তুল মোকাররমে ইউনূসপন্থীদের মিছিল- সবই পরিকল্পিত। জনপ্রিয়তা যাচাইয়ের জন্য এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করে ‘চেয়ার খালি’ দেখিয়ে সেটা অপরিহার্য করে তোলার অপচেষ্টা রাজনীতিতে নতুন নয়। তবে দেশের মানুষ এখন এসব বোঝে।

Link copied!