জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চার বছরের শিশু নাইমকে হত্যার অভিযোগে তার সৎ মাকে আটক করা হয়েছে। আজ সোমবার শিশু নাঈমের ময়নাতদন্ত সম্পন্ন করতে জেলা হাসপাতালে নিবে পুলিশ। জানা গেছে, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে পাঁচ বছর বয়সী নাঈম নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনায় স্থানীয়রা দাবি করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, একটি নির্মম হত্যাকান্ড। শিশুটির সৎ মা জাহানারা বেগম (৩০) কে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। রোববার (৩০ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতিবেশি নাজমিন আক্তার নাজু বলেন, ‘জাহানারা বেগম আমাদের এসে ডাকাডাকি করলে তাদের বাসায় গিয়ে নাঈমকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখি। তার শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ ও মাথায় রক্তাক্ত গভীর ক্ষত দেখতে পেয়েছি।’ নিহত নাঈমের মামা ফিরোজ হোসেন বলেন, ‘নাঈমকে তার বাবা ও সৎ মা প্রায়ই মারধর করতো। স্বজনরা ইট ও পাথর দিয়ে নির্মমভাবে নাঈমকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন তার সৎ মা জাহানারার বিরুদ্ধে । আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।’ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, ‘শিশু নাঈমের মরদেহ উদ্ধার ও তার সৎ মাকে আটক করা হয়েছে। তার বাবা পলাতক রয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
জানা যায়, নাঈমের মা মারা যাওয়ার পর বাবা খলিলুর রহমান দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের জাহানারা বেগমকে। এদিকে নাঈমের স্বজনদের অভিযোগ, সকালে নাইম খাবার চাইলে সৎ মা জাহানারা ক্ষিপ্ত হয়ে শীল-পাটা দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করেন। পরে শিশুটিকে বাথরুমে ফেলে রাখা হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু নাঈমের ময়নাতদন্ত সম্পন্ন করবে বলে জানায় পুলিশ ।

আপনার মতামত লিখুন :