ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বাউফলে বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর

অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বাউফল উপজেলা বিএনপির পক্ষ থেকে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের মনোনয়নপ্রত্যাশী মো. মুনির হোসেনের উদ্যোগে সকালে আয়োজনটি শুরু হয়। চারজন হাফেজ পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং দুপুরের দিকে কোরআন খতম সম্পন্ন করেন। 

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন,“আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা আমাদের সবার কামনা। এই কোরআন খতমের মাধ্যমে আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করেছি।”

স্থানীয় নেতাকর্মীরাও জানান, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের পক্ষে তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় তারা এ দোয়া ও খতমে অংশ নেন।

Link copied!