হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ১০:০৭ রাত

হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। 

এর আগে তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমানের উপস্থিতিতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তেলিয়াপাড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

একই সঙ্গে হবিগঞ্জ বিজিবির মেডিক্যাল অফিসার ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম প্রায় ২০০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ  অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন- বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশে অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।

Link copied!