ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫, ১১:০৮ রাত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। তবে আটক তিনজন পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

থানায় সোপর্দ করা তিনজন হলেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মন্ডলের ছেলে সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. রাব্বি (২৫)। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক তিনজনকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। 

Link copied!