পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে বাউফল সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাউফল উপজেলা ছাত্রদল।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১নং সহ-সভাপতি আল মামুনসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :