সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী'র পিঠা ও আনন্দ উৎসব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫, ১০:৫০ রাত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স (পিএলসি) জনবীমার উদ্যোগে  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “পিঠা ও আনন্দ উৎসব। ২২ নভেম্বর শনিবার সকাল ১০ টার সময় সাপাহার বিকেন্দ্রীয়  কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি–এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম।
 
 জনবীমার সাপাহার বিকেন্দ্রিক জেলা যোন প্রধান  রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উক্ত বীমার বগুড়া–রাজশাহী–দিনাজপুর অঞ্চলের ডিভিপি আব্দুল্লাহ আল সাকিল, উল্লাপাড়া ও শাহজাদপুরের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন, পত্নীতলা–সাপাহারের ইনচার্জ মোঃ কে. এম. তরিকুল ইসলাম; এবং বগুড়ার গোসাইবাড়ি ইউনিটের ইনচার্জ মোঃ আবু তাহের প্রমুখ।
 
এছাড়া বিভিন্ন আঞ্চলিক ইউনিটের মনিটরিং ইনচার্জগণ সহ বিভিন্ন পদে থাকা কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 
এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানে বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং সকল কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। শেষে ভালো ফলাফল স্বরূপ কর্মকর্তাদের পদোন্নতি ঘোষণা করেন।

Link copied!