দেশের সঙ্কটকালে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ মে, ২০২৫, ০৪:৩৪ দুপুর

দেশের চলমান সঙ্কটকালে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৬ মে) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় সাদা দলের দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে বৈঠকে অংশ নেওয়া শিক্ষকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরোধী দলীয় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হয়রানি, এবং সরকারের দমন-পীড়নের নানা চিত্র তুলে ধরেন। তারা বিশেষভাবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাসের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

তারেক রহমান উপস্থিত শিক্ষক নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। অতীতের মতো আজও দেশ ও জাতির প্রয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনে ঢাবির ভূমিকা ছিল অনন্য। সেই আন্দোলন থেকেই সারা দেশে গণজাগরণ ছড়িয়ে পড়ে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে ওঠে।”

তবে তিনি সতর্ক করে বলেন, “দেশ এখনো ষড়যন্ত্রের মুখোমুখি। গণতন্ত্র এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। তাই সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. মহিউদ্দিন, অধ্যাপক ড. তাহমিনা আক্তার টফি, এবং বিভিন্ন হল ও অনুষদের প্রভোস্টসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক।

সভার শেষভাগে তারেক রহমান দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Link copied!