নিষেধাজ্ঞা তুলে নিয়ে মদ বিক্রির অনুমতি দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫, ০৪:১৩ দুপুর


আন্তর্জাতিক পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দীর্ঘদিনের কড়াকড়ি নীতি থেকে সরে আসছে সৌদি আরব। দেশটি প্রথমবারের মতো কিছু নির্দিষ্ট অঞ্চলে নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রির অনুমতি দিতে যাচ্ছে। ফিফা বিশ্বকাপ ২০৩৪ ও এক্সপো ২০৩০-এর মতো বড় আয়োজন সামনে রেখে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর বরাতে জানা গেছে, ২০২৬ সালের মধ্যে অন্তত ৬০০টি পর্যটন এলাকায় মদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এতে করে নির্দিষ্ট লাইসেন্সপ্রাপ্ত পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট ও প্রবাসীবান্ধব আবাসন কম্পাউন্ডে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির সুযোগ থাকবে। তবে সাধারণ দোকান, বাড়ি, জনসাধারণের এলাকা কিংবা ফ্যান জোনে মদ্যপান এখনও সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এই নীতিগত পরিবর্তন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের “ভিশন ২০৩০”-এর অংশ, যার লক্ষ্য হলো দেশটির অর্থনৈতিক বৈচিত্র্যতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং পর্যটন খাতকে জোরদার করা।

প্রতিবেদনে আরও জানানো হয়, নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো উচ্চ পর্যায়ের পর্যটন কেন্দ্রে সীমিত পরিসরে অ্যালকোহল বিক্রি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে দেবে সৌদিকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব স্থানে মদ বিক্রি হবে, সেগুলো থাকবে কঠোর নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায়। প্রশিক্ষিত কর্মী নিয়োগ, অপব্যবহার রোধ, এবং দেশের ইসলামিক মূল্যবোধ বজায় রাখার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সরকার বলছে, এ উদ্যোগের মাধ্যমে সৌদি আরব তার সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ন রেখেই বিশ্বকে স্বাগত জানাতে চায়। তবে কেউ আইন লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Link copied!