ভূমি মেলা উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫, ০৯:৩৭ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ভূমি মেলা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সোমবার সকাল  সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এ র‌্যালিটি বের হয়। 

পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেক। 

এসময় কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, কলাপাড়া থানার অফিসার ইনচার্জর মো. জুয়েল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। 

Link copied!