কলাপাড়ায় পরিচয় মিলেছে অজ্ঞাত নারীর লাশের স্বামীসহ ৪ জন আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ মে, ২০২৫, ০১:৪১ দুপুর

কলাপাড়া পৌর শহরে একটি খালে অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ওই নারীর পরিচয় মিলেছে। বুধবার(৭ মে) কলাপাড়া থানার মৃত্যু মামলা নাম্বার-৮/২৫ রুজু করিয়া লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়।

একই দিন সন্ধ্যায় মৃতার মা-রাশিদা বেগম কলাপাড়া থানায় উপস্থিত হইয়া লাশের ছবি দেখে মৃত ভিকটিম তাহার মেয়ে হালিমা (২৫) বলিয়া সনাক্ত করে এবং তাহার বাড়ি আমতলী থানাধীন পাতাকাটা গ্রামে। উক্ত ভিকটিমে অনুরোধে দুই বৎসর পূর্বে কলাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড অফিস মহল্লা নিবাসী মোঃ রাসেল ওরফে রানা ব্যাপারী(৩২) পিতা সৈয়দ আলী বেপারীর সাথে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ দেয়। বিবাহের পর হইতে ভিকটিমের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে রাসেল ওরফে রানা কে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এস, আই, জহিরুল ইসলাম (জহির) জানায়, হালিমা বেগম হত্যা বিষয়ে গ্রেফতারকৃত আসামী স্বাীকার করেছে।

উক্ত ঘটনায় কলাপাড়া থানা পুলিশ ভিকটিমের স্বামীসহ আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃত মৃতের স্বামী মোঃ রাসেল ওরফে রানা ব্যাপারী(৩২) পিতা-মৃত সৈয়দ আলী বেপারী গ্রাম-অফিস মহল্লা ২নং ওয়ার্ড

অপর ৩ জন আটককৃতরা মোঃ মাসুম হাং(২৮)পিতা-মোঃ শাহ আলম হাং গ্রাম-বাদুরতলী ৯নং ওয়ার্ড, মোঃ জালাল খলিফা(৪৫) পিতা- মৃত মান্নান খলিফা গ্রাম জয়বাংলা কলনি ১ নং ওয়ার্ড সর্ব কলাপাড়া পৌরসভা, শ্রী শুভ(২৩) পিতা-নিমাই চন্দ্র হাওলাদার গ্রাম-আমিরাবাদ ৪নং ওয়ার্ড ৫নং নীলগঞ্জ ইউনিয়ন সর্ব থানা-কলাপাড়া জেলা-পটুয়াখালী। রির্পোট লেখা পর্যন্ত আটকৃত ব্যক্তিরা কলাপাড়া থানা হাজতে আছে।

উল্লেখ্য যে, গত ৭ মে বুধবার সকালে কলাপাড়া পৌরশহরের রহমতপুর জীনখাল থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল ইসলাম জানান, হত্যার সাথে জড়িতদের পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আটক করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!