ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সেন্টমার্টিনে মিয়ানমারগামী খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ পাচারকারী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে মিয়ানমারগামী বিপুল খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

গতকাল ভোররাতে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা এ অভিযান চালায়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে ৬০০ বস্তা মটরডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব পণ্য বহন করা হচ্ছিল। জব্দ পণ্যের মূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা- মদসহ মাদক আনতে প্রস্তুতি নিচ্ছিল। জব্দ মালামাল, ট্রলার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!