কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ আভিযানে মাঠে নামলো উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ১২ টার দিকে পৌরশহরের চিঙ্গুরিয়া এলাকায় খাল দখল করে ৭টি স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসিন সাদেক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, এক সপ্তাহের সময় দিয়ে ১৪ জনকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নিজ উদ্যেগে অবৈধ এ স্থাপনা গুলো সরিয়ে না নেয়ায় পৌরকর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন ওই স্থাপনা গুলো