পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে এক শিশুর মৃ'ত্যু হয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০১ বিকাল

পটুয়াখালীর বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে মোতালেব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব নামের শিশুটি ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই ভাই-বোন মরিয়ম (৭) ও মোতালেব (৩ বছর ৭ মাস) বাড়ির উঠানে খেলার ফাঁকে কলা খাচ্ছিল। এ সময় হঠাৎ মোতালেব অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। দ্রুত মোটরসাইকেলে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মা নাসরিন আক্তার জানান, আমার তিন মেয়ের পর একটি ছেলে হয়েছিল। দুই ভাই-বোনকে কলা খেতে দিয়েছিলাম। এরপর কী হলো, কিছুই বুঝতে পারিনি। 

চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ জানান, শিশুটিকে আনার পরই ইসিজি করা হয়। তখন নিশ্চিত হওয়া যায়, সে মারা গেছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছাইফুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খোঁজ নেয়া হচ্ছে।

Link copied!