ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ রাত

এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে সংগ্রামের স্বীকৃতিস্বরুপ তাকে এই পুরস্কার দেয়া হয়। তবে, এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন তিনি।

মাচাদো এক্সে লিখেছেন, আমি এই পুরস্কারটি ভেনিজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

ট্রাম্প প্রশাসন মাদুরোর মাদকপাচারের অভিযোগে গ্রেফতার দাবিও তুলেছে এবং এ বছরে তার গ্রেফতারের তথ্য প্রদানকারীদের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। এছাড়াও আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলার নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ট্রাম্প প্রশাসন ‘মাদকপাচারকারী সন্ত্রাসবাদী’ হিসেবে বর্ণনা করেছে, যদিও মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন।

Link copied!