মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ১০:৩০ রাত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। তাদের সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন এবং গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সংস্কার ভাবনা তুলে ধরেছি।

তিনি আরও জানান, এর আগে যুক্তরাষ্ট্র বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গেও বৈঠক করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির মতামতও শুনেছে যুক্তরাষ্ট্র।

এদিকে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গেও বৈঠক করেছে এনসিপি। অস্ট্রেলিয়া হাইকমিশন এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতেই এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় দুই দেশের সম্পর্ক ছাড়াও এনসিপির নীতিগত অগ্রাধিকার ও আসন্ন নির্বাচন প্রসঙ্গ উঠে আসে।

Link copied!