ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কুয়াকাটা সৈকতে ফটোগ্রাফারদের প্রশিক্ষণ কর্মশাল 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৫, ১১:৩১ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ফটোগ্রাফারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) এর আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, রিও নির্বাহী সম্পাদক মো.সাইদুর রহমান,সাংবাদিক আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ফটোগ্রাফার সমিতির পরিচালক রেদওয়ানুল ইসলাম রাসেলসহ আরো অনেকে।প্রতিদিন ৩ টি ব্যাচে মোট ৯০ জন ফটোগ্রাফার এ প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানান।

ফটোগ্রাফার সমিতির পরিচালক রেদওয়ানুল ইসলাম রাসেল বলেন, কুয়াকাটা একটি প্রাকৃতিক বৈচিত্র্যময় পর্যটন নগরী। এখনে নিয়মিত দেশি বিদেশী পর্যটকরা আসে। সেই লক্ষে পর্যটকদের সেবার মান বৃদ্ধি করতে সী বীচ ফটোগ্রাফারদের আচার ব্যবহার, চলাফেরা, তাদের উপস্থাপন কৌশন, শুদ্ধ বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা বলার দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

রিও নির্বাহী সম্পাদক মো. সাইদুর রহমান বলেন, পেশাজীবনে প্রশিক্ষণের গুরুত্ব খুবই বেশি। তাই কুয়াকাটা সৈকতে পর্যটকদের ছবি তোলার কাজে নিয়োজিত ফটোগ্রাফারদের বিহেভিয়র ও স্কিল ডেভেলপমেন্টের কোর্স শুরু হয়েছে। তিনি আশাবাদী আমূল পরিবর্তন আসবে এ সকল ফটোগ্রাফারদের বিহেভিয়ারে।

Link copied!