কলাপাড়ায় "অপারেশন ডেভিল হান্ট ফেজ-২" এর অভিযানে তিন জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহ এবং সাবেক ইউপি সদস্য ও নীলগঞ্জ ইউনিয়ন আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকির।
কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট ফেজ-২" এর অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিন জনকেই রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার পর এ অভিযানের ‘ফেজ-২’ চালুর ঘোষণা দেওয়া হয়। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আপনার মতামত লিখুন :