শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৬ রান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ রাত

রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে রিপন-রকিবুলদের বোলিং তোপে ১২৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তান শাহীনস। শিরোপা জিততে বাংলাদের প্রয়োজন ১২৬ রান। রোববার (২৩ নভেম্বর) কাতারের দোহায় প্রথম বলেই ইয়াসির খানকে রান আউট দারুণ শুরু করে বাংলাদেশ। এরপরের ওভারের মোহাম্মদ ফায়েককেও রানের খাতা খুলতে দেননি মেহেরব। গাজী ঘনিকে বোল্ড করেন রকিবুল হাসান।

মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ২৩ রান করা মাজ সাদাকাতকে সাজঘরে পাঠান জিশান আলম। আর রকিবুল যখন ইরফান খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তখন ৬ উইকেটে ৭৫ রানের দল পাকিস্তান। ধুঁকতে থাকা দলটার হাল ধরেন তখন সাদ মাসুদ। শেষ পর্যন্ত তার ৩৮ রানে ১২৫ রানে শেষ হয় ইনিংস। ১৯তম ওভারে রিপন মন্ডল নেন তিন উইকেট।

Link copied!