ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় ফসিল জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে নৌ র‍্যালি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫, ১২:২৮ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।  দক্ষিণে গ্যাস দেবেন না: গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস-২০২৫ উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে “নৌবহর” কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা,ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে এর আয়োজন করে।

নৌকা র‌্যালির মাধ্যমে স্লোগান প্রদর্শন, ব্যানার ও প্লাকার্ডসহ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী নৌবহর কর্মসূচীতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ, নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা গ্যাস সম্প্রসারণ নিরসনে এই উপকূলীয় এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।  সকল ধরনের ফসিল জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের প্রতি অনুরোধ জানান। নৌবহর টি আন্ধার মানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।

 

Link copied!