ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। চতুর্থ দিনে সকালের সেশনে বাকি পাঁচ উইকেট তুলে নিয়ে স্বাগতিকরা নিশ্চিত করে বড় জয়। তৃতীয় দিনের ৩০১ রানের লিডই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। সেই ধাক্কা সামলে চতুর্থ দিনে ইনিংস হার এড়ানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। স্পিনের ঘূর্ণিতে নাকাল হয় আয়ারল্যান্ড ব্যাটিং লাইনআপ; দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম মিলে নেন ৭ উইকেট। মুরাদ ৪টি ও তাইজুল ৩টি উইকেট দখল করেন।

সকালে তাইজুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন ম্যাথু হাম্প্রেস। আটে নেমে লড়াইয়ে রাখেন জর্ডান নেইল—৩৮ রানের ইনিংসে আয়ারল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মুরাদের ছক্কা মারতে গিয়ে সাদমানের হাতে ক্যাচ দিলে শেষ হয় তার প্রতিরোধ। এরপর নাহিদ রানার তীব্র বাউন্সারে বিভ্রান্ত হয়ে ম্যাকব্রাইন আউট হলে থামে আইরিশদের লড়াই।

এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২৮৬ রানে অল আউট হয়। জবাবে মাহমুদুল হাসান জয়ের ১৭১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫৮৭ রানের পাহাড় সমান সংগ্রহ গড়ে বাংলাদেশ। এতে ৩০১ রানের বিশাল লিড পায় টাইগাররা। ইনিংস ব্যবধানে এটিই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম টেস্ট জয়। টেস্ট অঙ্গনে এটি তাদের চতুর্থ ইনিংস জয়।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪, ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩, বলবার্নি ৩৮, মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪।

 

Link copied!