ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়া প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ রাত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ ও ভোটদান বিষয়ক মতবিনিময় সভা এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

এ সময় প্রধান অতিথির বক্তব্য নির্বাচন কমিশনার শুরুতে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও জানান বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। স্বাধীনতার ৫৪ বছর পরে এবার প্রথমবারের মতো প্রবাসীরা ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন, তার জন্য নির্বাচন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে।

বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটাররা তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্রাকও করতে পারবেন বলে তিনি জানান। তিনি এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়া বিষয়ে মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাই কমিশন সকল প্রকার প্রচার-প্রচারণা চালাবে বলে তিনি জানান। পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয় পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Link copied!