ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন অভিনেত্রী চমক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩ রাত

অল্পের জন্য বড় বিপর্যয় এড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঝলমলে আলো আর করতালির মাঝে অ্যাওয়ার্ড হাতে মঞ্চ থেকে নামতেই ঘটে গেল এক চমকে দেওয়া ঘটনা। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশে নেমে আসে শঙ্কার ছায়া।

সম্প্রতি দেশীয় গণমাধ্যমের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাকে সামলে দেন; ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী।

ঘটনার পর চমককে কিছুটা ভীত অবস্থায় দেখা গেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি। ভিডিওতে স্পষ্ট হয়, তার শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়ে ছিলেন, যা খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। বিশেষ করে চমকের আঁচলের ওপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে, ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ আরও অনেক নাটক।

Link copied!