বকশীগঞ্জে ব্রাইট স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫, ১০:৫০ রাত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে জিন্নাহ বাজারে অবস্থিত (বেসরকারি কিন্ডার গার্টেন) ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম পূর্বের নিয়মে চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক'রা ।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২ দিকে ব্রাইট স্কুলের  শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে বাট্টাজোড় জিন্নাহ বাজার সড়কে ঘন্টা ব্যাপি ওই মানববন্ধন শেষে বিক্ষোভ করে তারা ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, অভিভাবক শারমিন আক্তার, ১০ শ্রেণির শিক্ষার্থী  সিফাত, ৮ম শ্রেণির শিক্ষার্থী সাবেদা, তাহিরাসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, আমাদের স্কুলে ৫ শতাধিক শিক্ষার্থী আছে সবার জীবন নষ্ট হয়ে যাবে আমরা চায়না আমাদের ব্রাইট স্কুল বন্ধ হোক।তারা আরো বলেন, যদি আমাদের স্কুল বন্ধ হয়। তাহলে অন্য কেজি স্কুল কেমনে চলবে। আমরা সেটা চায়না। যে নিয়মে আমাদের টা বন্ধ করা হয়েছে। সেই নিয়মে সকল কিন্ডার গার্টেন স্কুল বন্ধ করতে হবে ।তাই পূর্বের নিয়মে পাঠদান কার্যক্রম চালুর দাবি জানান শিক্ষক - শিক্ষার্থী ও অভিভাবক'রা ।

উল্লেখ্য যে, ১৩ আগস্ট বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ মাসুদ রানা বাট্টাজোড়  জিন্নাহ বাজারে অবস্থিত ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ রাখার লিখিত নির্দেশনা জারি করেণ।

Link copied!