বকশিগঞ্জে নীতিমালা লঙ্ঘন করার ব্রাইট স্কুল বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫, ১০:২০ রাত

মনিরুজ্জামান মনু:-   জামালপুরের বকশিগঞ্জ একাডেমি নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগে বাট্টাজোর ইউনিয়নে জিন্নাহ বাজারে অবস্থিত ব্রাইট স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

সেইসঙ্গে বাট্টা জোর নগর মাহমুদ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজী প্রত্যেক মামুনুর রশিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে  আরও উলেক্ষ্য করা হয়েছে  যে শিক্ষালয়ের মন্ত্রণালয়ের একটি পত্র অনুযায়ীর নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনার জন্য নিকটবর্তী অন্য একটি প্রতিষ্ঠান ন্যূনতম ২ কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হয় কিন্তু স্কুলটি  নগর মাহমুদ উচ্চ বিদ্যালয় এর মাত্র ১৫০ গজের মধ্যে রয়েছিল যা এই নিয়মের লঙ্ঘন, কারনে শিক্ষা মন্তালয়ের পরিপত্র  অনুযায়ী ব্রাইট স্কুল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজীর বক্তব্য জানতে মোবাইল ফোনেযোগাযোগ চেষ্টা করা হলেও  তিনি ফোন রিসিভ করেনি। নগর মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান প্রশাসনিক নির্দেশ অমান্য করে স্কুলটি এখনো পরিচালনা করা হচ্ছে তাই তিনি দ্রুতএর বিরুদ্ধে গত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, সে যদি স্কুল বন্ধ না করে তাহলে পরবর্তীত আইন ব্যেবস্থা নেয়া হবে

Link copied!