গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার (২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ওই পোস্টে তিনি ২০০৯ সালে অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে কার্টুনিস্ট মেহেদী হকের একটি ব্যঙ্গচিত্র যুক্ত করেন।
রোববার (৪ মে) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তারেক রহমানের ওই ফেসবুক পোস্টে ৫০ হাজার ‘রিঅ্যাকশন’, প্রায় সাড়ে ৭ হাজার শেয়ার এবং প্রায় পৌনে ৫ হাজার মন্তব্য পড়েছে। মন্তব্যে অনেকেই তার বক্তব্যের প্রশংসা করেছেন।
আপনার মতামত লিখুন :