ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহে ফেসবুকে ‘টুলেট’ দেখে বাসা খুঁজতে নারীর ফাঁদে কলেজছাত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৫ রাত

ময়মনসিংহে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে মোবাইল, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা খুইয়েছেন আনন্দমোহন সরকারি কলেজের এক ছাত্র। 

শুক্রবার নগরীর গুলকিবাড়ীর ফখরুজ্জামান টাওয়ারে প্রতারণার শিকার নাজমুল হাসান (নাঈম) জামালপুরের সরিষাবাড়ীর ভুরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তাকে আটকে রেখে মারধরও করা হয়। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে দুই তরুণীকে আটক করেছে। 

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, এই নারী চক্রটি নগরীতে বাসা ভাড়া নিয়ে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে সাবলেট ভাড়ার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় বা সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের মেসেজ পাঠায়। এরপর বাসা দেখতে এলে এদের আটকে রেখে নানাভাবে প্রতারণা করে। চক্রের নারী শিক্ষার্থীরা তরুণ বা শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বলে মারধর করে ব্ল্যাকমেইল করে। 

আটকরা হলো- সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর ফারিয়া আক্তার তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। শনিবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই তরুণী প্রতারণার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। নগরীতে এরকম একাধিক চক্র রয়েছে। পুলিশ ওই ছাত্রের খোয়া যাওয়া মুঠোফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।    

Link copied!