মো:মাসুদ হাসান মোল্লা রিদম,ঢাকাঃ অদ্য ১৭ ই ডিসেম্বর ২০১৬ তারিখ, শনিবার মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে ” সবিনয়ে বলতে চাই” এর সৌজন্যে রাজধানীর রবীন্দ্র সরোবর, মুক্তমঞ্চে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র, খাবার বিতরন এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে কয়েকশত দুঃস্থ শিশু ও মহিলাদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরন করেন ” সবিনয়ে বলতে চাই” এর আহবায়ক এ এস এম সাজ্জাদ হোসাইন।