আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বশত্রুতার জেরে ফরিদ তালুকদার (২৮) নামে এক কৃষকের তরমুজ ক্ষেতের প্রায় ১২ হাজার চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ তালুকদার ৬ একর জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা গাছগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি জমিতে গিয়ে দেখতে পান দুর্বৃত্তরা রাতের আঁধারে তার ক্ষেতের মধ্যে প্রবেশ করে চারাগাছের ওপর ক্ষতিকর রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে রেখেছে। ফলে মুহূর্তেই গাছগুলো শুকিয়ে যেতে শুরু করে।
ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ জানান, আড়াই কানি জমি লিজ নিয়ে এবং প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষ শুরু করেছিলেন। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, জমিতে এসে দেখি চারাগুলো একেবারে শুকিয়ে গেছে। তখনই বুঝলাম কেউ স্প্রে মেরে নষ্ট করেছে। এভাবে সর্বনাশ হবে ভাবিনি। কীভাবে ঋণ শোধ করব বুঝতে পারছি না।
স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হতে পারে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় কৃষি বিভাগ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :