নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে তিনি সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা হন।
এর আগে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে তারেক রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে যমুনায় প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত বিএনপি বা সরকারের প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সতেরো বছর পর দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার বাসভবনে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সপরিবার সাক্ষাৎ। দীর্ঘ সময় নিয়ে এই বৈঠক হওয়ায় এর রাজনৈতিক গুরুত্ব নিয়ে নানামুখী জল্পনা চলছে।

আপনার মতামত লিখুন :