ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

আজ ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৬ দুপুর

আজ ঐতিহাসিক ৬ই ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ ৯ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এবং প্রবল গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগে বাধ্য হন তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে গণতন্ত্র মুক্তি পায়।

দিবসটিকে বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘকাল ধরে 'স্বৈরাচার পতন দিবস', 'গণতন্ত্র মুক্তি দিবস' বা 'গণতন্ত্র দিবস' হিসেবে পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দেশের বড় রাজনৈতিক দল বা সংগঠনগুলোর পক্ষ থেকে দিবসটি উপলক্ষে তেমন কোনো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে না। অন্যদিকে, প্রয়াত এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি দিনটিকে ভিন্ন আঙ্গিকে 'সংবিধান সংরক্ষণ দিবস' হিসেবে পালন করছে।

Link copied!