ইসরাইলকে ২০২৬ সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ায় আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া বয়কটের ঘোষণা দিয়েছে। দেশগুলো দাবি করেছে, গাজার পরিস্থিতি এবং ভোট অনিয়মের অভিযোগের কারণে ইসরাইলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত ছিল।
ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) জেনেভা বৈঠকে নতুন ভোট-বিধি অনুমোদিত হয়। সদস্যদের অধিকাংশ মত অনুযায়ী, ইসরাইলকে বাদ দেওয়ার জন্য আর কোনো অতিরিক্ত ভোট প্রয়োজন নেই এবং পরিকল্পনা অনুযায়ী ইউরোভিশন ২০২৬ অনুষ্ঠিত হবে।
বিভিন্ন দেশের প্রতিক্রিয়া:
স্পেন: ইসরাইলবিরোধী গোপন ব্যালটের দাবি তুলেছিল; সিদ্ধান্তে তারা অবিশ্বাস প্রকাশ করেছে।
আয়ারল্যান্ড: গাজার মানবিক বিপর্যয় ও প্রাণহানির পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতায় অংশ নেওয়া তাদের জন্য অগ্রহণযোগ্য।
নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া: নতুন নিয়ম মানলেও ইসরাইল অংশগ্রহণ করলে তারা ইউরোভিশন এ অংশ নেবে না।
জার্মানি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড: নতুন নিয়মকে সমর্থন করেছে; জার্মানি ইতিমধ্যেই অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
ইবিইউর সিদ্ধান্ত প্রতিযোগিতাকে রাজনীতির বাইরে রেখে নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্য রাখলেও, ইউরোভিশন পরিবারে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন :