সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। রোববার রাত ৯ টায় টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের অস্থায়ী কার্যালয় সিনেমা হল রোডে এ কমিটির বিলুপ্তি ঘোষনা করা হয়।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহবায়ক আনন্দ টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি সোহেল আরমানকে আহবায়ক ও একাত্তর টিভির প্রতিনিধি সাকিব হাসানকে সদস্য সচিব মনোনীত করা হয়। জানা যায়, এই আহবায়ক কমিটি দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহন না করা পর্যন্ত এই আহবায়ক কমিটি দায়িত্ব পালন করবে। সূত্রে জানাযায়, টিভি জার্নালিষ্ট ফোরামের সদস্য সংখ্যা ১৭ জন। এই আহবায়ক কমিটিকে গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এবিষয়ে আনন্দ টিভির প্রতিনিধি সোহেল আরমান বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকল সদস্যদেরকে সাথে নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আমাকে আহবায়ক করা হয়েছে ও সদস্য সচিব পদে সাকিব হাসানকে রাখা হয়েছে। এবিষয়ে একাত্তর টিভি গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান বলেন, সকলের সমন্বয়ে আমাকে সদস্য সচিব মনোনীত করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই।

আপনার মতামত লিখুন :