গলাচিপায় সংখ্যালঘু পরিবারের পৈত্রিক ও কবলাকৃত সম্পত্তির ধান জোর দখল করার চেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫, ১০:২৬ রাত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু সম্প্রদায়ের কবলাকৃত ও রেকর্ডীয় সম্পত্তির ভোগ দখলীয় জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর হরিদেবপুর গ্রামে।

এঘটনায় ভূক্তভোগী কানাই চন্দ্র শীল গত ২২ নভেম্বর (২০২৫) গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি একই গ্রামের মোঃ কালু সরদারের ছেলে জয়নাল সরদার (৭০) ও চান্দু সরদার (৬৫), ইব্রাহিম সরদার (৩৫), পিতা- জয়নাল সরদার, মস্তফা সরদার (৩০), পিতা- চান্দু সরদার এদেরকে বিবাদী করেছেন। থানা সূত্রে জানা যায়, কানাই চন্দ্র শীল প্রায় তার বাবা-দাদাদের আমল থেকে ৩ একর ৪১ শতাংশ জমি ক্রয় ও পৈত্রিক সূত্রে পান এবং সে থেকেই তিনি জমি চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন।

জমির উপর ফসল, বাগান, ঘর-বাড়ি ও পুকুর নির্মান করে সুখে শান্তিতে বসবাস করে আসছেন। হঠাৎ করে জয়নাল সরদার গং কানাই চন্দ্র শীলের জমিতে আপত্তি দিয়ে জোর পূর্বক অবৈধভাবে ধান কাটার পায়তারা চালাচ্ছে। এবিষয়ে কানাই চন্দ্র শীল বলেন- আমার বাবা-দাদাদের আমল থেকে আমি এই জমি ভোগ দখল করে খাচ্ছি। আমার জমির মৌজা ইচাদী জোয়ার, জে.এল নং- ৩০ ও ৩১, আর.এস খতিয়ান- ৫৫৮, বি.এস খতিয়ান- ২০৮, বি.এস দাগ- ২৫৩৭, ২৫৭২, ২৫৯৩, ২৬২৩, আর.এস নং- ৫৯, এস.এ নং-১০২, জে.এল নং- ৩১, দাগ নং- ৪৮০, জমির পরিমান: ৩ একর ৪১ শতাংশ। আমার সকল কাগজপত্রাদি আমার নামে খাজনা চলমান আছে।

প্রতিপক্ষরা গায়ের জোরে আমার জমির ধান কেটে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এবিষয়ে গজালিয়া ইউনিয়নের সমাজ সেবক ইউসুফ গাজী, সুনীল চন্দ্র শীল, বারেক মৃধা এরা বলেন, কানাই চন্দ্র শীলের বাবা-দাদাদের পৈত্রিক সম্পত্তি এই সম্পত্তি তাদের ছোট বেলা থেকে দেখে এসেছি তারাই ভোগ দখল করেছেন। হঠাৎ করে ৫ আগষ্টের পরে (২০২৪) সংখ্যালঘুদের জমি ভোগ দখল করে খাওয়ার জন্য একটি মহল পায়তারা করছে। এবিষয়ে জয়নাল সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে আমাদেরও জমি আছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, জোর পূর্বক জমির ধান নিয়ে গেলে আইনগত অপরাধ আমি লিখিত অভিযোগ পেয়েছি এস. আই সোহেল রানাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে দু'পক্ষকেই থানায় ডাকা হবে।

Link copied!