কিশোরগঞ্জের ভৈরবে নারীর কোমরে বাঁধা ৪ কেজি গাঁজা উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫, ০৯:৫৭ রাত

কিশোরগঞ্জের ভৈরবে মোসাম্মৎ হিরামনি (২৪) নামে এক নারীর কোমরে বেঁধে লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।

গ্রেপ্তারকৃত মাদককারবারি মোসাম্মৎ হিরামনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার হাকড় গ্রামের রশীদ মিয়ার বাড়ির ইসমাইল মুন্সির স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি রেগুনা জব্দ করে তল্লাশি করা হয়। চালচলনে সন্দেহ হওয়ায় রেগুনার ভেতর যাত্রী বেশে থাকা হিরামনিকে গ্রেপ্তারের পর তাকে তল্লাশি করে তার কোমরে বেঁধে রাখা ৪ কেজি গাঁজা পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, হিরামনি চিহ্নিত মাদককারবারি। তার নামে ভৈরব থানাসহ আশপাশের থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। হিরামনির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

Link copied!