পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫, ০৯:২৯ রাত

পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর জামান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ নভেম্বর) শহরের একটি মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত নূরুজ্জামান ফকিরের ছেলে।

রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজানুর একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন এবং ইয়াবার কারবার করছিলেন। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মিজানুরকে আটক করা হয়।   

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা করা হবে। পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান বলে জানান তিনি।

Link copied!