নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০১:২২ দুপুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লেগেছে নাফ পরিবহনের একটি মিনিবাসে, যা সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্ক করা ছিল। বাসে তখন কেউ উপস্থিত ছিলেন না, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাচ এবং ভেতরের অংশ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, বাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে নৈশপ্রহরী গাড়িতে আগুন দেখতে পান। শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন বলেন, নৈশপ্রহরী জানান, প্রকৃতির প্রয়োজনে পাশে গিয়ে ফিরে এসে গাড়িতে আগুন লক্ষ্য করেন। তখন সেখানে কেউ উপস্থিত ছিলেন না।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও অজানা। এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আগুন লাগার বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।

Link copied!