অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে মাজহরুল ইসলাম নিপুকে। নিপু এনসিপি’র আগৈলঝাড়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পার্টির নেতৃবৃন্দ রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপি’র কার্যালয় থেকে তাকে নির্ধারিত করে মনোনয়নপত্র তার হাতে তুলে দেন।
গতকাল ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চত করেছেন এনসিপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহŸায়ক সারোয়ার তুষার, যুগ্ন সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ন সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে এনসিপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু সাংবাদিকদের বলেন, স্বাধীনতার দীর্ঘ অনেক বছর পরেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ এক শ্রেণীর শাসকের শোষণের শিকার হয়েছে। তাই আমরা শাসক নয়, সেবক হিসেবে সবার জন্য কাজ করতে চাই।

আপনার মতামত লিখুন :