ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক চার অভিযানে ১৬০০ পিস ইয়াবা ও ২২ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে একই এলাকাথেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মজনু মিয়া (৩৪), মোঃ হাফিজ (৪০)। অপরদিকে আরও পৃথক দুটি অভিযানে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনারামপুর থেকে ১টি পিকআপ আটক করে। এ সময় পিকআপ তল্লাশী করে ১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। অপর আরেকটি অভিযানে ঘটিকায় উপজেলার চরচারতলা ইউনিয়নের গোল চত্বর এলাকায় ১ টি মোটরসাইকেল তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন - মোঃ হান্নান মিয়া (৩৮), মোঃ বিল্লাল হোসেন (৩২), ও মোঃ রাজিব মিয়া (৩৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হান্নান ও রাজিব মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক ৪ টি মাদক মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :