ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা খেলার: ম্যাচটি লাইভ যেভাবে দেখবেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ দুপুর

আফ্রিকায় একমাত্র আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে কেন্দ্র করে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের আগে একদিকে যেমন বাধ্যতামূলক ভ্যাকসিন না নেওয়ার কারণে তিন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, অন্যদিকে চোটের কাছে হার মানতে হয়েছে এঞ্জো ফার্নান্দেজকে। ফলে স্কোয়াডে বেশ কিছু জায়গায় নতুন রদবদল আনতে বাধ্য হয়েছেন কোচ স্কালোনি।

ইয়েলো ফিভার ভ্যাকসিন না নেওয়ায় তিন তারকা স্কোয়াডের বাইরে

নভেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা পাড়ি দিচ্ছে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলায়, যেখানে প্রবেশের নিয়ম অনুযায়ী ‘ইয়েলো ফিভার’ ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের তিন ফুটবলার- হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা, জুলিয়ানো সিমিওনে।

নির্ধারিত সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ না দেওয়ায় এবং ভ্যাকসিন গ্রহণ না করায় AFA তাদের বাদ দিয়েছে। ফলে এই সফরে আর্জেন্টিনা দলকে নামতে হবে তিন গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়াই।

চোটে ছিটকে গেলেন এঞ্জো ফার্নান্দেজ

নভেম্বরে আবার জাতীয় দলে ফেরার কথা থাকলেও দুর্ভাগ্যবশত আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেছেন চেলসি মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ। তিনি জানিয়েছেন চার মাস আগে পাওয়া ডান হাঁটুর পুরোনো চোট সাম্প্রতিক সময়ে আরও বেড়ে গেছে। চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর তিনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তার বদলি হিসেবে স্কোয়াডে প্রথমবার জায়গা পেয়েছেন কেভিন ম্যাক অ্যালিস্টার।

এছাড়া, স্থানীয় লিগে চলমান সূচির কারণে আর্জেন্টিনা এবার কোনো ঘরোয়া ক্লাবের খেলোয়াড়কে প্রীতি ম্যাচে ডাকেনি, যাতে ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত না হয়।

আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা ম্যাচের সময়

১৪ নভেম্বর, বুধবার

রাত ১০টা (বাংলাদেশ সময়)

অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

জেরোনিমো রুলি (Rulli)

Defenders: নিকো, ওতামেন্দি, বালার্দি, লিসান্দ্রো মার্টিনেজ Midfielders: ডি পল, ম্যাক অ্যালিস্টার Forwards: লো সেলসো, লোপেজ, মেসি, সিমিওনে

লাইভ দেখবেন যেভাবে

বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে এই ম্যাচের কোনো টিভি সম্প্রচার নেই। তবে দর্শকরা অনলাইনে "Sportzfy" (স্পোর্টজফাই) অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন।

 

Link copied!