ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায়

দুষ্কৃতকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুরস্কৃত হলেন তিন পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩০ রাত

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক দুষ্কৃতকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুরস্কৃত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তিন সদস্য। বুধবার (১২ নভেম্বর) রাতে ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টায় বাড্ডা লিংক রোডে ট্রাফিক পুলিশের একটি নিয়মিত চেকপোস্ট চলছিল। এমন সময় বৈশাখী পরিবহনের একটি বাসে মো. নয়ন মিয়া (২৯) নামে এক ব্যক্তি পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালান।

এসময় বাসের চালক চিৎকার শুরু করলে চেকপোস্টে কর্তব্যরত সার্জেন্ট কাইউম, সার্জেন্ট শাহরিয়ার এবং কনস্টেবল গোলাম রব্বানী তৎক্ষণাৎ ছুটে যান। তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ওই দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরে ফেলেন।

এরপর নয়ন মিয়ার কাছ থেকে অগ্নিসংযোগের কাজে ব্যবহৃত পেট্রোল ভর্তি দুটি বোতল, একটি ম্যাচলাইট এবং সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কর্তব্যরত পুলিশ সদস্যদের এই অসামান্য সাহসিকতা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এক লাখ টাকা এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ৫০ হাজার টাকা পুরস্কার দেন।

Link copied!