ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে ১ জন আহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ রাত

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় আগৈলঝাড়ায় ছাত্রদলের এক গ্রæপ অপর গ্রæপের ১জনকে কুপিয়ে জখম করেছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সৌরভ পাইকের নেতৃত্বে কয়েকজন মিলে একই কলেজের ছাত্রদল কর্মী সৈকত ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত সৈকতকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

আহত সৈকত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সমর্থক। হামলাকারীরা বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সমর্থক বলে জানা গেছে। এ ঘটনায় ৮জনের নামসহ অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এনিয়ে ওই এলাকায় দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সাংবাদিকদের বলেন, তার লোকজনকে চিহ্নিত করে হামলা করা হচ্ছে। 

অভিযুক্ত সৌরভ পাইকের সাথে বারবার যোগাযোগ করেও না পাওয়ায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!